প্রেম কিংবা বিরহের অন্যরকম সমীকরণ নিয়ে এবারের বিশ্ব ভালোবাসা দিবসে হাজির হচ্ছেন ছোটপর্দার রোমান্টিক জুটি মুশফিক আর ফারহান ও তানজিন তিশা।
দুজনকে জুটি করে ‘সেই তুমি’ নামের বিশেষ নাটকটি নির্মাণ করেছেন মাহমুদুর রহমান হিমি। অবয়ব সিদ্দিকীর চিত্রনাট্যে এতে দেখা যাবে প্রেম হতে হতে বিচ্ছেদে গড়ানো আর বহুদিন পর আবার তাদের দেখা হওয়ার এক নস্টালজিক গল্প।
নির্মাতা জানান, এ ভালোবাসা দিবসের অন্যতম জটিল প্রেমের গল্প হতে যাচ্ছে এটি। প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ‘সেই তুমি’ উন্মুক্ত হচ্ছে সিএমভির ইউটিউব চ্যানেলে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-৮৭৬
সূত্র : জাগোনিউজ