হবিগঞ্জের আজমিরীগঞ্জে দিনে দুপুরে রড সিমেন্টের একটি দোকানের ক্যাশ বাক্স ভেঙে প্রায় লক্ষাধিক টাকা চুরির ঘঠনা ঘটেছে। এই ঘটনায় বাজারের সাধারণ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার শিবপাশা সবুজগঞ্জ বাজারে মাহমুদুর ট্রেডার্সের স্বত্বাধিকারী মোহাদ্দিস মিয়ার রড সিমেন্টের দোকানে এই চুরির ঘটনা ঘটে। দোকানে থাকা সিসিটিভিতে চুরির পুরো বিষয়টি ধরা পড়ে।
মোহাদ্দিস মিয়া জানান, সোমবার দুপুরে দোকানে ম্যানেজার রেখে তিনি একটি বিয়ের দাওয়াতে যান। কিছুক্ষণ পর ম্যানেজার একটি দরজা ডেলিভারি দিয়ে টাকা আনতে দোকানের ক্যাশে তালা দিয়ে পাশের দোকানে যান। এ সময় মাত্র দুই মিনিটে ক্যাশ এর তালা ভেঙ্গে ক্যাশে থাকা প্রায় লক্ষাধিক টাকা নিয়ে পিছনের দরজা দিয়ে চম্পট দেয় চোর। এ বিষয়ে তিনি আইনি পদক্ষেপ নিচ্ছেন বলেও জানান।
শিবপাশা পুলিশ ফাঁড়ির পরিদর্শক আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। একই সাথে আমরা সিসি টিভির ফুটেজ সংগ্রহ করেছি। ফুটেজে থাকা যুবকের ছবি দিয়ে তাকে শনাক্ত করার কাজ অব্যাহত রয়েছে আমাদের।
এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
সিলেটভিউ২৪ডটকম /মিলাদ/নাজাত