অনুশীলন চলাকালে মাথায় বল লেগে আহত হয়েছেন জাতীয় দলের পেসার মুস্তাফিজুর রহমান। রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে বিপিএল আসরের চট্টগ্রাম পর্বের অনুশীলন চলাকালে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, আগামীকাল সোমবার বিপিএলের প্রথম ম্যাচে দুপুর দেড়টায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লার মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স। সেই ম্যাচের প্রস্তুতি নিতেই অনুশীলনে নেমেছিল সিলেট।
তবে ওয়েস্ট ইন্ডিজ তারকা ম্যাথিউ ফোর্ডের করা একটি বল মুস্তাফিজের মাথায় সরাসরি আঘাত হানে। এতে গুরুতর আঘাত পান তিনি। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
চলতি বিপিএলে এখন পর্যন্ত ৯ ম্যাচে খেলেছেন মোস্তাফিজ। এবারের বিপিএলে এখন পর্যন্ত তার শিকার ১১ উইকেট। ৩২ রান খরচায় ৩ উইকেট চলতি বিপিএলে মোস্তাফিজের সেরা বোলিং।
সিলেটভিউ২৪ডটকম/নাজাত