উপজেলা পরিষদ নির্বাচনে এমপি-মন্ত্রী যেই হোক, কারও হস্তক্ষেপ কোনোভাবেই সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
চ্যানেল২৪ ও জাগোনিউজ জানায়, শনিবার (৩০ মার্চ) বেলা ১১টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এ হুঁশিয়ারি দেন তিনি। রংপুর বিভাগের আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ওবায়দুল কাদের বলেন, আগে ইউনিয়ন পর্যায়েও আমরা নৌকা দিয়েছি। কিন্তু এবার আমাদের নেত্রী এটা (দলীয় প্রার্থী দেয়া) উন্মুক্ত করে দিয়েছেন। আমরা দেখতে চাই- এর মধ্যদিয়ে নির্বাচনটা কতটা প্রতিযোগিতামূলক ও প্রতিদ্বন্দ্বিতামূলক হয়। কতটা ফ্রি অ্যান্ড ফেয়ার কম্পিটিশন হয়।
নির্বাচনে এমপি-মন্ত্রী কারও হস্তক্ষেপ সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমি এমপি, আমি নির্বাচনে প্রভাব বিস্তার করবো। আমার একজন থাকবে, তাকে জেতানোর জন্য গোটা প্রক্রিয়া বাধাপ্রাপ্ত করবো- এটা হতে পারবে না। যে যত মন্ত্রী হোক, এমপি হোক কারও প্রভাবিত হবে এবং কোনোপ্রকার হস্তক্ষেপ কেউ করবে প্রশাসনিকভাবে, ক্ষমতার জোরে- এটা কোনো অবস্থায় অ্যালাউ করা যাবে না।’
তিনি বলেন, ‘শেখ হাসিনার অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন বিএনপির রাজনীতিকে অন্ধকারে ঠেলে দিয়েছে। সবকিছু হারিয়ে বিএনপি এখন আবার ভারত বিরোধিতায় নেমেছে। এতে বিভ্রান্ত হওয়া যাবে না, তাদের কিছু করার আর ক্ষমতা নেই।’
এসময় জনগণকে মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
সিলেটভিউ২৪ডটকম/ নাজাত