সুনামগঞ্জের মধ্যনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ২০ টি চায়না দুয়ারী জাল জব্দসহ ১ জেলেকে আটক করে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১ এপ্রিল) বিকাল ৫ টার দিকে উপজেলার চামরদানী ইউনিয়নের সোমেশ্বরী নদীর দুগনই ও আবিদনগর এলাকায় মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এর ধারা ৫ ও ৩ অনুযায়ী এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অতীশ দর্শী চাকমা।জব্দকৃত চায়না দুয়ারী জালের বাজার মূল্য দেড় লাখ টাকা।
দণ্ডপ্রাপ্ত জেলের নাম ইমামুল হাসান(১৮)। সে উপজেলার চামরদানী ইউনিয়নের দুগনই গ্রামের সাজি রহমানের ছেলে। পরে জব্দকৃত চায়না দুয়ারী জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অতীশ দর্শী চাকমা বলেন, চায়না দুয়ারী জাল আমাদের হাওর ও নদীর প্রাকৃতিক পরিবেশকে ধ্বংস করে দেয়। চায়না দুয়ারী জাল বন্ধে আমাদের অভিযান চলমান থাকবে।
সিলেটভিউ২৪ডটকম / অমিত / মাহি