সিলেটে পিকআপ ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার (১ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের জালালাবাদ থানার মোল্লারগাও এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত যুবকের নাম ফকির মিয়া (২১)। বিশ্বনাথ উপজেলার মান্দাবাজ গ্রামের আফতাব মিয়ার ছেলে। এ ঘটনায় সিএনজি চালক রাকিব (২২) গুরুতর আহত হয়েছেন। সে সুনামগঞ্জের ছাতক উপজেলার শ্রীনগর গ্রামের সারু মিয়ার ছেলে। তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয়রা জানান, সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের জালালাবাদ থানার মোল্লারগাও এলাকায় পিকআপ-সিএনজির (অটোরিকশা) মধ্যে সংঘর্ষ হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
সিলেটভিউ২৪ডটকম/ নোমান