প্রায় ২ যুগ পর সিলেট সরকারি কলেজ শাখার ছাত্রলীগের সদ্য ঘোষিত কমিটিতে সুনামগঞ্জের দিরাই উপজেলার ৩ জন স্থান পেয়েছে। তারা হলেন সহ-সভাপতি পদে আনিসুল হক ইমন তিনি জগদল ইউনিয়নের জগদল গ্রামের মো: কুহিনুর মিয়ার ছেলে,রাজিব আহমেদ রাজু তিনি জগদল ইউনিয়নের জগদল গ্রামের জিনার মিয়ার ছেলে,উপ-পাটাগার বিষয়ক সম্পাদক পদে মোঃ নাহিম মিয়া তিনি করিমপুর ইউনিয়নের মাটিয়াপুর গ্রামের মাষ্টার ছায়েদ মিয়ার ছেলে।
প্রসঙ্গ গত শনিবার ২৩ মার্চ রাতে বাংলাদেশ ছাত্রলীগ সিলেট সরকারি কলেজ শাখার কমিটি ঘোষনা করেন বাংলাদেশ ছাত্রলীগ সিলেট মহানগর শাখার সংগ্রামী সভাপতি কিশোর জাহান সৌরভ এবং সাধারণ সম্পাদক নাঈম আহমদ। এতে সিলেট সিটি কর্পোরেশন এর ৩২ নং ওয়ার্ড এর কাউন্সিল (রুহেল আহমদ) কে সভাপতি এবং ইমতিয়াজ সুবন কে সাধারণ সম্পাদক করা হয়। সেই কমিটিতে জায়গা হয় দিরাই এর তিনজন ছাত্রনেতা।
সিলেটভিউ২৪ডটকম/হিল্লোল/ নাজাত