সিলেট সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ডের অন্তর্গত শিবগঞ্জ-টিলাগড়স্থ ঐতিহ্যবাহী বিদ্যাপীট সৈয়দ হাতিম আলী স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটিতে ৪র্থবারের মতো বিনা প্রতিদ্ধন্ধিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন বিদ্যালয়টির দাতা সদস্য, সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও সিলেট সিটি কর্পোরেশনের একাধিকবারেরশকাউন্সিলর আজাদুর রহমান আজাদ। 


আগামী দুই বছরের জন্য ম্যানেজিং কমিটিতে দায়িত্ব পাওয়া অন্যান্যরা হলেন, সাধারন অভিভাবক সদস্য যথাক্রমে জাহেদ চৌধুরী, মো. বাবুল সিদ্দিকী, মো. মুহিব উস সালাম রিজভী, সেলিম আহমদ, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য মোছা. আছমা রহমান। সাধারন শিক্ষক সদস্য মো. আব্দুল মজিদ, মো. হাবিবুর রহমান চৌধুরী, সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য নুরুন নাহার চৌধুরী।


 

কমিটিতে পদাধিকার বলে সদস্য সচিব এর  দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মুনিম।

 

সিলেটভিউ২৪ডটকম / প্রেবি / মাহি