প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট ২০২৩-২৪ প্রতিযোগিতায় সিলেট জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়া সৈয়দ হাতিম আলী স্কুল এন্ড কলেজের ক্রিকেটারদের ইফতার ও সংবধর্না অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গত মাসে সিলেট জেলা স্টেডিয়ামে সিলেট সরকারি পাইলট স্কুলকে হারিয়ে শিরোপা জেতে দলটি। সিলেট চ্যাম্পিয়ন হওয়ায় সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের খুদে ক্রিকেটারদের নিয়ে গতকাল ইফতার মাহফিল ও সংবর্ধনার আয়োজন করে স্বেচ্ছাসেবী চ্যারিটি সংস্থা এসএনপি স্পোর্টস অ্যান্ড সোস্যাল ওয়েরফেয়ার অর্গানাইজেশন।
নগরের শিবগঞ্জ সাদিপুরস্থ ঐতিহ্যবাহী সৈয়দ হাতিম আলী স্কুল এন্ড কলেজের টিম পরিচালনা করে জনপ্রিয় স্পোর্টস ব্র্যান্ড এসএনপি স্পোর্টসের চ্যারিটি সংস্থাটি। ইফতার পরবর্তী সময়ে জেলা চ্যাম্পিয়ন ক্রিকেটারদের এসএনপি স্পোর্টস এন্ড সোস্যাল ওয়েলফেয়ার অরগানাইজেশনের পক্ষ থেকে সংবর্ধিত করা হয়। এসময় উপস্থিত ছিলেন এসএনপিস্পোর্টস এন্ড সোস্যাল ওয়েলফেয়ার অরগানাইজেশনের সভাপতি, সাবেক ক্রিকেটার পাপলু দত্ত, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হবিগঞ্জ জেলা কোচ মঈন তালুকদার সাচ্চু, সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হাবিবুর রহমান চৌধুরী, সিনিয়র শিক্ষক (ক্রীড়া) আব্দুল মজিদ, এসএনপিস্পোর্টসের জেনারেল ম্যানেজার রঙ্গলাল তালুকদার, দলটির কোচ জিয়াউল ইসলাস, ম্যানেজার কাইয়ুম আল রনি, রফিকুল ওয়াহিদ, ধ্রুব কান্ত ঋষি প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম / প্রেবি / মাহি