হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে মানিক মিয়া (৪০) নামে এক ব্যক্তির দুটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হলেও পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়।
মঙ্গলবার (১৪ মে) সকালে শায়েস্তাগঞ্জ পৌরশহরের পুরান থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত মানিক মিয়া শায়েস্তাগঞ্জ উপজেলার গৌরাঙ্গের চক গ্রামের মান্নান মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যয়, সকালে মানিক মিয়া নামে ওই ব্যক্তি রেললাইনের উপর দিয়ে হাটাহাটি করছিলেন। এসময় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেন তার উপর দিয়ে চলে যায়। আর এতে করে সে প্রাণে বাঁচলেও তার দুটি পা বিচ্ছিন্ন হয়ে যায়।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের সহযোগীতায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। শায়েস্তাঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
সিলেটভিউ২৪ডটকম / জাকারিয়া / ডি.আর