কাস্টমস আইন-২০২৩ বাস্তবায়নকল্পে এক প্রশিক্ষণ কর্মশালা ও লানিং সেশনের আয়োজন করা হয়েছে।

 


মঙ্গলবার (১৪ মে) সিলেটের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এর উদ্যেগে নিজ কার্যালয়ে  কর্মশালার বাণিজ্য সহজীকরণ এবং গুরুত্বপূর্ণ বিধাসমূহের বিষয়ে স্টেক হোল্ডারদের সম্যক ধারনা প্রদান করা হয়। 

 

কর্মশালায় উদ্ধোধন করেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেটের মাননীয় কমিশনার মোহাম্মদ এনামুল হক। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যুগ্ম কমিশনার মোঃ জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার মো: সোহানুর রহমান।

 

কর্মশালায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি মোঃ এমদাদ হোসেন, সহ সভাপতি এহতেশামুল হক চৌধুরী, এফবিসিসিআই এর পরিচালক ও সিলেট চেম্বারের প্রাক্তন সিনিয়র সহ সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ, প্রাক্তন সহ সভাপতি মোঃ আতিক হোসেন, সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি জনাব স্বর্ণলতা রায়, সিলেট জেলা কাস্টম্স ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট গ্রুপের সভাপতি ও সিলেট চেম্বারের প্রাক্তন পরিচালক মোঃ বশিরুল হক, সিলেট জেলা কাস্টম্স ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট গ্রুপের সাবেক সভাপতি ও সিলেট চেম্বারের প্রাক্তন সিনিয়র সহ সভাপতি শাহ আলম, সিলেট চেম্বারের বাজেট ও রাজস্ব সাব কমিটির কো-চেয়ারম্যান কর আইনজীবী মাজাহারুল হক, সিলেট চেম্বারের সদস্য আবুল কালাম, জয়দেব চক্রবর্ত্রী, বিমানবন্দর ও এয়ারফ্রেইট বিভাগ, সিলেটের বিভিন্ন এলসি স্টেশনের আওতাভুক্ত আমদানিকারক ওর্ প্তানিকারক, সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের প্রতিনিধিবৃন্দ প্রমুখ।

 

সিলেটভিউ২৪ডটকম / প্রেবি / মাহি