সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার রেলওয়ে স্টেশনের গফুরেরবান্দ নামক স্থানে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

 


আজ বুধবার (১৫ মে) বিকেল তিনটার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ। তবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। অজ্ঞাতনামা ওই পুরুষের বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মোগলাবাজার থানার ওসি (তদন্ত) মোহাম্মদ হারুনুর রশিদ। তিনি সিলেটভিউকে বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

সিলেটভিউ২৪ডটকম / নুরুল / মাহি