গত বছরের নভেম্বরে ভারত বিশ্বকাপ থেকেই ছন্দে নেই লিটন কুমার দাস। সম্প্রতি টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারছেন না জাতীয় দলের এই তারকা ওপেনার। যে কারণে চলতি বছরে ওয়ানডে সিরিজের মাঝপথে তাকে ডাগআউটে বসিয়ে রাখা হয়েছিল; কিন্তু আগামী মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে লিটনকে সুযোগ দেওয়া হয় টি-টোয়েন্টি সিরিজে; কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি লিটন। তিন ম্যাচে আউট হন ১, ২৩ ও ১২ রান করে।

রানে না থাকার পরও লিটন দাসকে কেন বিশ্বকাপ দলে রাখা হলো। বিশ্বকাপে যাবার আগে এমন প্রশ্নের ব্যাখ্যায় জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এবার লিটনকে নিয়ে ব্যাখা দেন বাংলাদেশের কোচ চান্ডিকা হাথুরুসিংহে।


বিসিবির প্রকাশির এক ভিডিওতে টাইগারদের প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহে বলেন, ‘লিটন আমাদের অন্যতম সেরা ব্যাটার। এই বিশ্বকাপে তার কাছ থেকে আমি বড় কিছু প্রত্যাশা করি তার ব্যাটিং দিয়ে। খুবই প্রতিভাবান সহজাত অ্যাথলেট। সে অন্যতম সেরা ফিল্ডারও। যেকোনো পজিশনে ফিল্ডিং করতে পারে। সে স্লিপে, আউটফিল্ডে যেকোনো জায়গায় পারে। খুবই শান্ত থাকে, খেলাটা খুব ভালো বুঝে। দলকে টেকটিক্যালিও সহযোগিতা করে।’

বিশ্বকাপের দল ঘোষণার আগে তাসকিন আহমেদকে নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। চোট সেরা না উঠলেও এই পেসারকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ। এই বিশ্ব আসরে তাসকিনকে সহ-অধিনায়কের দায়িত্ব দিয়েছে বাংলাদেশ। তাসকিনের নিবেদনের প্রশংসা করে হাথুরুসিংহে বলেন, ‘তাসকিন খুব আবেগী মানুষ। সে ভালো মুডে থাকলে তার কাছ থেকে সেরাটা পাওয়া যায়। খেলোয়াড়দের মধ্যে খুবই জনপ্রিয়। সব সময় দলের জন্য সেরাটা দেওয়ার চেষ্টা করে। উন্নতির চেষ্টা করে, দারুণ চরিত্র।’

এদিকে সম্প্রতি ফর্মে নেই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে তার নেতৃত্বগুণ নিয়ে কোনো সন্দেহ নেই হাথুরুর।  তিনি বলেন, ‘শান্ত আমাদের নেতা। খুব ভালো নেতা, সামনে থেকে নেতৃত্ব দিতে জানে। ড্রেসিংরুমে থাকলে সে ছেলেদের সঙ্গে মেশে, মাঠে নেমে খুবই প্রতিদ্বন্দিতাপূর্ণ। আমার মনে হয় তার হাতে এবার বিশ্বকাপে বড় দায়িত্ব প্রথমবার অধিনায়ক হিসেবে। আমি নিশ্চিত সে এই চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত।’


 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-৩০৩৪