সুনামগঞ্জের মধ্যনগরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি সুলতান মিয়া (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ মে) বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মধ্যনগর বাজার কাঠপট্টি সংলগ্ন উব্দাখালী নদীর পার থেকে ১ কেজি গাঁজাসহ ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক কারবারি সুলতান উপজেলার সদর ইউনিয়নের খালিসাকান্দা গ্রামের হাবিজ মিয়ার ছেলে।
এছাড়াও ওই মাদক কারবারি সুলতানের বিরুদ্ধে আরও ৫ টি মাদকের মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন বলেন, সুলতান একজন কুখ্যাত মাদক কারবারি। তাঁর বিরুদ্ধে আরও ৫ টি মাদকের মামলা আদালতে বিচারাধীন। গ্রেপ্তারকৃত মাদক কারবারিকে আদালতে সোর্পদ প্রক্রিয়াধীন।
সিলেটভিউ২৪ডটকম/অমিত/এসডি-৪০৩৪