'আমার নির্বাচনী এলাকার সামগ্রিক উন্নয়নের পরিকল্পনা হাতে নিতে চাই। কি কি কাজ করলে এই এলাকার মানুষ উপকৃত হবে সেই প্রকল্পগুলি আমি বাস্তবায়ন করতে চাই আপনাদের নিয়ে। এই ছোট জীবনে আমাকে এমন কিছু করতে হবে যেন আমার মৃত্যুর পরেও মানুষ আমাকে মনে রাখে। '


শুক্রবার (২৪ মে) বালাগঞ্জের দেওয়ান বাজার ইউনিয়নের মাদ্রাসাবাজারে পথসভায় বক্তৃতাকালে এসব কথা বলেন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আনহার মিয়া। দিনব্যাপী অন্যান্য কর্মসূচির মধ্যে ছিলো শিওরখাল, দেওয়ানবাজার, নশিওরপুর, মোরারবাজার, কুবেরাইল, জনকল্যাণ বাজার, শাহাপুর, জামালপুর ও তালতলা বাজারে গণসংযোগ ও পথসভা।



তিনি আরও বলেন, আমাকে চার মেয়াদে চেয়ারম্যান বানিয়েছেন বোয়ালজুড়ের মানুষ, আমি মনে করি এটা আমার জীবনের সর্বোচ্চ স্বীকৃতি। দীর্ঘ রাজনৈতিক জীবনের এই স্বীকৃতি সাধারণ মানুষ দিয়েছেন। সেই দায়িত্ববোধ থেকে মানুষের পাশে দাঁড়িয়ে তাদের অভাব অভিযোগ এবং ন্যায় বিচার কে সুনিশ্চিত করতে চেষ্টা করেছি। কতটুকু করতে পেরেছি তা জনসাধারণই বলতে পারবেন।


আনহার মিয়া বলেন, বালাগঞ্জ উপজেলায় গর্বিত ইতিহাস রয়েছে, মানুষ যেটা ভালো মনে করবে সেটাই হবে। উপজেলায় মানুষ সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করে সেটা প্রমাণিত করবে বলে আমার বিশ্বাস।


প্রসঙ্গত, আগামী ২৯ মে বালাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া আনারস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর কাপ পিরিছ ও বর্তমান ভাইস চেয়ারম্যান সিলেট জেলা যুবলীগের সহ-সভাপতি সামস উদ্দিন সামস ঘোড়া প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

সিলেটভিউ২৪ডটকম / প্রেবি / মাহি