বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে সিলেটে চ্যানেল ২৪ এর যুগপূর্তি উদযাপিত হয়েছে।
শুক্রবার (২৪ মে) রাতে প্রতিষ্ঠানটির সিলেট ব্যুরোর কার্যালয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত হয়ে চ্যানেলটির সর্বাঙ্গীন মঙ্গল ও সমৃদ্ধি কামনা করেন।
যুগপূর্তিতে আগত অতিথিদের স্বাগত জানান চ্যানেল ২৪'র সিলেট অফিসের রিপোর্টার আজহার উদ্দিন শিমুল ও ক্যামেরাপার্সন দীপক বৈদ্য দিপু। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।
এসময় আগত অতিথিরা বলেন, চ্যানেল ২৪ দীর্ঘ একযুগের পথ চলায় নাগরিক প্রত্যাশা পূরণ করেছে। দেশের উন্নয়নের অগ্রযাত্রায় চ্যানেল ২৪ আগামীতে আরও বলিষ্ঠ ভূমিকা পালন করবে।
বর্ণিল আয়োজনে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) আজবাহার আলী শেখ, এসএমপির এডিসি (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস ও সিটিএসবি) মোহাম্মদ সাইফুল ইসলাম, সিলেট জেলা পুলিশ সুপার কার্যালয়ের মাদক বিরোধী সেলের ইনচার্জ খান মুহাম্মদ মাইনুল জাকির, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি মণ্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুল, সিনিয়র সাংবাদিক ও মুক্তিযুদ্ধের গবেষক আল আজাদ, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, দৈনিক সিলেটের ডাকের প্রধান প্রতিবেদক সিরাজুল ইসলাম, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের (ইমজা) সভাপতি সজল ছত্রী, সাধারণ সম্পাদক শ্যামনন্দ দাশ, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম / মাহি/ এনএফ