রেড ব্লাড দ্বিতীয় বর্ষ উপলক্ষে শুক্রবার (২৪ মে) এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- এল.পি.এস বাংলাদেশ লিমিটেডের সাধারণ সম্পাদক লিমন আহমদ, রেড ব্লাড এর প্রেসিডেন্ট জামিল হাসান, সেক্রেটারি মিরজান হোসেন মিরাজ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- রেদওয়ান আহমেদ নাদিম, আব্দুস সামাদ, রেজুয়ান আহমেদ, নোমান আহমেদ, রেদুয়ান আহমদ, ফারহানা আক্তার নূরজাহান, জাহিদ হাসান সুমন, মাকরুপ আহমেদ, সানোয়ার আবেদীন, সোহাগ আহমেদ, জোবায়ের আহমেদ, আবু সুলাইমান নাইম, রায়হান আহমদ, আবিদ আহমদ।
মতবিনিময় সভা শেষে রেড ব্লাড সেক্রেটারি মিরজান হোসেন মিরাজের পক্ষ থেকে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় উত্তীর্ণ হওয়া আবু সুলাইমান নাইম, নোমান আহমেদ, ফারহানা আক্তার নুরজাহান, রেদওয়ান আহমেদ নাদিম ও আব্দুল শুক্কুর আসিফ-কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়ও রেড ব্লাড কর্তৃক রেড ব্লাড এর সকল সদস্যকে পুরস্কার দিয়ে অভিনন্দন জানান রেড ব্লাড এর এডভাইসার লিমন আহমেদ।
সভায় বক্তারা বলেন, রেড ব্লাডের এই সফল যাত্রা সম্ভব হয়েছে সদস্যদের অক্লান্ত পরিশ্রম ও সমাজের মানুষের অবিচল সমর্থনের জন্য। আজকের এই বিশেষ দিনে রেড ব্লাড কৃতজ্ঞতা প্রকাশ করছে তাদের সকল সমর্থকদের প্রতি। এই বিশেষ উপলক্ষে রেড ব্লাড তার সদস্যদের উৎসাহিত করছে আরও বেশি রক্তদানে অংশগ্রহণ করতে এবং সমাজের উন্নয়নে অবদান রাখতে।
সবশেষে, এই দিনটি রেড ব্লাডের জন্য শুধুমাত্র একটি উদযাপন নয় বরং একটি প্রতিজ্ঞার দিন। রেড ব্লাড তার যাত্রার ২য় বছরে প্রবেশ করে আগামী দিনগুলোতেও মানুষের পাশে থেকে, তাদের জন্য কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে। সবাইকে রেড ব্লাডের পক্ষ থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানানো হচ্ছে এবং একসাথে আরও অনেক মানবিক কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৪০৫৮