কুলাউড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে।
 

শনিবার (২৫ মে) বিকেলে উপজেলা শিশু একাডেমির আয়োজনে পরিষদ সভাকক্ষে শিশুদের মধ্যে রচনা, সংগীত, আবৃত্তি প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
 


উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন সভাপতির বক্তব্যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিচারণ করে শিশু-কিশোরদের কবির সাহিত্যকর্ম থেকে জ্ঞান অর্জনের পরামর্শ দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা (অ.দা.) মো. আবুল বাসার।
 

কবি ভানু পুরকায়স্থের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ, সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম, প্রভাষক মো. খালিক উদ্দিন, জাকির হোসেন, শিশু বক্তা মাহা প্রমুখ।
 

পরে প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ইউএনও মো. মহিউদ্দিন। সভাশেষে শিশু একাডেমিতে ভর্তিকৃত ৬০ জন শিশুর মধ্যে নতুন পোশাক বিতরণ করা হয়।


সিলেটভিউ২৪ডটকম/অনি/এসডি-৪০৬০