দেশের অন্যতম শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হকের পিতা জবরু মিয়া (৬৮) আর নেই। শুক্রবার (৭ জুন) ভোররাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জবরু মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি পরিবার।
জবরু মিয়া হবিগঞ্জ শহরের সুপরিচিত ও সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক ছিলেন। তিনি ছিলেন হবিগঞ্জ বিতর্ক পরিষদের শিক্ষক। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। গতকাল শুক্রবার আসরের নামাজের পর হবিগঞ্জের পইল রোডস্থ শায়েস্তনগর জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ সম্পন্ন হয়।
এদিকে, উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হকের পিতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী ও ভাইস চেয়ারম্যান তানভীর এমও রহমান চৌধুরী। এক শোকবার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। একইসাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাও জ্ঞাপন করেছেন তাঁরা।
সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে