শেক্সপিয়রের ‘ওথেলো’কে বড়পর্দায় নিয়ে আসছেন পশ্চিমবঙ্গের পরিচালক অর্ণ মুখোপাধ্যায়। কালজয়ী এ নাটকটি বড়পর্দায় আসতেই হয়ে গেছে 'অথৈ'। মাসখানেক আগে টিজার প্রকাশের পর এবার এসেছে ট্রেলার। যেখানে সোহিনী-অর্পণকে দেখা যায় পরকীয়ায় মত্ত হতে।
সোহিনীকে এই সিনেমায় দেখা যাবে ‘দিয়ামোনা’ নামের চরিত্রে। এটি কেন্দ্রীয় চরিত্র। ‘গোগো’র চরিত্রে আছেন অনির্বাণ। নামভূমিকায় অর্থাৎ ড. অথৈ লোধার চরিত্রটি সামলেছেন পরিচালক অর্ণ।
ট্রেলারের শুরুতেই প্রশ্নের মুখে ফেলেন অনির্বাণ। 'গোগো'র কথায় 'অথৈ'র মনোবল টলমল। তখন তাকে সাহস জোগায় রবি ঠাকুরের বাণী, ‘মানুষের উপর বিশ্বাস হারানো পাপ’। মুখ আর মুখোশের আড়ালের আসল সত্যি কী? নিজের আস্থাভাজন 'মুকুল'-এর সঙ্গে স্ত্রীর পরকীয়ার সন্দেহ 'অথৈ'র মনে ঢুকিয়ে দেবে 'গোগো'। ছারখার হয়ে যাবে 'অথৈ'-এর জীবন। ট্রেলারে 'মুকুল'-এর চরিত্রে নজর কেড়েছেন অভিনেতা অর্পণ ঘোষাল।
এদিকে মুকুল চরিত্রের মাধ্যমে প্রথমবার বড়পর্দায় এসেছে অর্পণ। ট্রেলারে বেশ ঝলমলে ছিল তার উপস্থিতি। একঝলক দেখা মিলেছে অভিনেত্রী দিতিপ্রিয়ার। সূত্রের খবর, সম্ভবত 'বিয়াঙ্কা'র চরিত্রে দেখা যাবে তাকে। ১৪ই জুন বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা ছবিটি।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-৫১৭৪
সূত্র : ঢাকামেইল