মৌলভীবাজারের জুড়ীতে গর্তের পানিতে ডুবে এক শিশু মারা যাওয়ার পর অপর আহত শিশু রানাও না ফেরাপর দেশে পাড়ি জমিয়েছে।

 


 

সোমবার (১০ জুন) দুপুর ৩টার দিকে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের মনতৈল গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত শিশু রানা মিয়া মনতৈল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে এবং শিশু মোহাম্মদ নগর গুচ্চগ্রামের ফারুক মিয়ার ছেলে।

 

জানা গেছে, সোমবার দুপুর ৩টায় মনতৈল বজিটিলা এলাকায় মসজিদের পার্শ্বে পুকুরের মত বড় একটি গর্তে একটি কলাগাছ নিয়ে দুই শিশু দুই রানা ও মো খেলছিল। এক পর্যায়ে দুজনেই পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনতৈল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে রানাকে (৯)মৃত ঘোষণা করেন এবং আহত অপর শিশু রানা (৯)কে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। বিল্লাল হোসেনের পুত্র রানা স্থানীয় কেবি এহিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র এবং ফারুক মিয়ার পুত্র রানা একই বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র ছিল।


জুড়ী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ বলেন, একটি শিশু মৃত অবস্থায় পাওয়া যায় এবং অপর শিশুর প্রাণ থাকায় মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছিল।

 

সিলেটভিউ২৪ডটকম / লাল / মাহি