ক্রমান্বয়ে পানি বেড়ে বন্যার আশংকা বাড়ছে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায়। ইতিমধ্যে উপজেলার সমতল ও হাওরঘেষা কয়েকটি গ্রামের রাস্তাঘাট ও বাড়ির উঠানে পানি উঠেছে।
অন্যদিকে আজ (সোমবার) বৃষ্টি না হলেও পানি বেড়েছে কুশিয়ারা নদীতে।কুশিয়ারা নদী (ফেঞ্চুগঞ্জ) এর বিপদসীমা ৯.৪৫ মিটার।
সোমবার সন্ধ্যা পর্যন্ত পানি বেড়ে দাঁড়িয়েছে ১০.০১ মিটারে।যা বিপদসীমা থেকে ৬৫সেন্টিমিটার বেশি।
পানি বাড়ার কারনে উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের সাইলকান্দি, সুড়িকান্দি, গয়াসি, ভেলকুনা, ঘিলাছড়া ইউনিয়নের পুর্ব যুধিষ্ঠিপুর, মইমারা, মাইজগাও ইউনিয়নের পশ্চিম কর্মদা, গুচ্ছগ্রাম ইত্যাদি এলাকার কিছু স্থানের রাস্তাঘাট ডুবে গেছে,পানি উঠেছে বাড়ির উঠানেও।
অন্যদিকে বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার ফারজানা প্রিয়াঙ্কা জানান,উপজেলায় ২৯টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে সেই সাথে রয়েছে অন্যান্য সহায়তা ব্যবস্থা।
সিলেটভিউ২৪ডটকম/ফরিদ/এসডি-৫২২১