বেশকিছু দিন ধরেই ব্যাটে-বলে দলের জন্য অবদান রাখতে পারছেন না সাকিব আল হাসান। দলের বিপদে হাল ধরার চেয়ে উইকেট বিলিয়ে এসে আরও বিপদ বাড়িয়ে আসছেন বারবার। সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও ঠিক একই কাজ করেছেন। বল হাতে মাত্র এক ওভার হাত ঘোরালেও পরে আর বোলিংয়ে দেখা যায়নি সাকিবকে।
এরপর ব্যাটিংয়ে এসেও ব্যর্থ হয়েছেন সাকিব। ২৯ রানে বাংলাদেশ দুই উইকেট হারানোর পর ব্যাটে এসেছিলেন টাইগার অলরাউন্ডার। আনরিখ নরকিয়ার শট বলে অযথাই পুল করে ছুঁড়ে দিয়ে আসেন উইকেট। এতে দলীয় ৩৭ রানেই তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। সাকিব ফেরেন ৪ বলে ৩ রান করে। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ওভারে ৩০ রান দিয়ে কোনো উইকেট পাননি সাকিব। ব্যাট হাতেও লঙ্কা ম্যাচে সেভাবে মেলে ধরতে পারেননি নিজেকে।
সাকিবের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুলে অবসরের পরামর্শও দিয়েছেন শেবাগ। এদিকে ক্রিকইনফোর টাইম আউট অনুষ্ঠানে ৪ ওভার বোলিং করতে না পারলে সাকিবকে বাদ দেওয়া উচিত বলে মনে করেন তামিম।
ক্রিকইনফোর টাইম আউট অনুষ্ঠানে দলের সেরা বোলার হিসেবে বোলিংয়ে সাকিবকে কেন ৪ ওভার করানো হলো না?- তা জানতে চাওয়া হয়েছিল সাবেক অধিনায়ক তামিম ইকবালের কাছে। গত ওয়ানডে বিশ্বকাপের পর থেকে সাকিব-তামিমের সম্পর্কের অবনতিমূলক পরিস্থিতি। গত বিশ্বকাপের আগে তামিমকে আনফিট বলে দলে না রাখার কথাই বলেছিলেন সাকিব। তামিম উত্তরে দিয়েছেন ক্রিকেটীয় ব্যাখ্যা, ‘সে আমাদের সেরা বোলার। এখন প্রশ্ন উঠতেই পারে এ নিয়ে। হ্যাঁ, আমিও বলব সাকিব ৪ ওভার বোলিং করতে না পারলে বাদ দেওয়া উচিত।’
প্রোটিয়াদের বিপক্ষে হারের কারণ হিসেবে ম্যানেজমেন্টের ভুল ধরিয়ে দিয়ে তিনি বলেন, ‘আমরা দেখেছি এই স্টেডিয়ামে অল্প রানের ম্যাচও জেতাচ্ছে বোলারারা। আর হেরে যাওয়া দল অলআউট কিন্তু হচ্ছে না। আমরাও হইনি। এ ধরনের পরিস্থিতিতে জাকের আলী বা রিশাদ হোসেনকে আগে পাঠানো যেত (যেটা ভারত পাঠিয়েছিল অক্ষর প্যাটেলকে)। আর তাকে বলতে হত, ৬ বলে ১২ করে আস, আউট হলেও সমস্যা নেই। পরে দায়িত্ব নেবে সিনিয়ররা। এ ধরনের কিছুর অভাব ছিল আমাদের।’
এর আগে সাকিবকে নিয়ে সমালোচনা করেন ভারতের সাবেক তারকা শেবাগ। ক্রিকবাজের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘তুমি (সাকিব) অ্যাডাম গিলক্রিস্টও না, ম্যাথু হেইডেনও না। বরং বাংলাদেশি ক্রিকেটার। তোমার নিজের লেভেলে খেলা উচিত। কেন সে এমন মুহূর্তে নরকিয়ার বলে পুল শট খেলতে গেল? কেউ একজন যার ১৭ বছরেরও বেশি আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতা রয়েছে তার এটা জানা উচিত ছিল যে এমন মুহূর্তে বল প্রতি রান দরকার ছিল।’
একজন অভিজ্ঞ খেলোয়াড়ের পাশাপাশি সাবেক অধিনায়কের এমন কাজে লজ্জা হওয়া উচিত বলে জানান শেবাগ। তিনি বলেন, ‘তুমি (সাকিব) একজন সিনিয়র খেলোয়াড়, সাবেক অধিনায়ক… অথচ এটাই তোমার ক্রিকেট সেন্স! তোমার লজ্জা পাওয়ার পাশাপাশি এই ফরম্যাট থেকে অবসর নেওয়া উচিত।’
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-৫২৩৪
সূত্র : ঢাকামেইল