সুনামগঞ্জের ছাতকের মমতাজ আলী আজাদ যুক্তরাজ্যের ওল্ডহ্যাম শহরের কোলহার্স্ট ওয়ার্ডে তৃতীয় মেয়াদে কাউন্সিলর নির্বাচিত হয়েছন।
 

ওল্ডহ্যাম টাইমস জানায়, শহরের ২০টি ওয়ার্ডে অনুষ্ঠিত ওই নির্বাচনে সর্বোচ্চ ২৩০৪ ভোট পান স্বতন্ত্র প্রার্থী আজাদ।
 


তার নিকটতম প্রতিদ্বন্দ্বী  লেবার পার্টির রুজী সুরজান ১৩২৯ ভোট পেয়েছেন। নির্বাচনে মোট ৫ জন প্রতিদ্বন্দ্বী ছিলেন।
 

মনতাজ আলী আজাদ ছাতক উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের ছৈলা গ্রামের মনোহর আলীর ছেলে।
 

তাঁর এ বিজয়ে পরিবারের সকল সদস্য এবং ওল্ডহ্যাম শহরে অবস্থানরত ছাতক উপজেলার প্রবাসী এবং ওয়ার্ডের ভোটারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন মমতাজ আলী আজাদ।


 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-৫২৪০