ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সিলেটের ফেঞ্চুগঞ্জের কুশিয়ারা সেতু দিয়ে। সেতুর দুই পাশের প্রবেশ মুখের মাটি ভেঙে পড়েছে। এছাড়া সেতুর পুর্ব দিকের প্রটেকশন ব্লকের নিচের বালি সরে গিয়ে নষ্ট হয়েছে প্রায় ১৫ফিট। এতে বাড়ছে ঝুঁকি।
জানা গেছে, ফেঞ্চুগঞ্জ উপজেলা দিয়ে বয়ে যাওয়া কুশিয়ারা নদীর উপর দিয়ে যান চলাচলের জন্য ২০০৫ সালে সেতুটি নির্মান করে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর। সেতুতে ব্যয় হয় ২৬ কোটি ৫৮ লাখ টাকা। এতে সিলেট-মৌলভীবাজার রুটের চলাচল সহজ হয়। নদীর ফেরীর বিড়ম্বনা ও ঝুকি থেকে মুক্তি পায় মানুষ। বর্তমানে সেতুতে ৩১টি ল্যাম্পপোস্ট থাকলেও একটি ছাড়া সবকটি বিকল। অনেকটি উধাও ও ভেঙে গেছে। এছাড়া সেতু থেকে বৃষ্টির পানি নিস্কাসনের জন্য যে ড্রেন (নালা) দেওয়া হলেও সে ড্রেনে বালু মাটি জমে পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে।
পথচারী আজিম উদ্দিন ও জুবেল মিয়ারা বলেন, আমাদের প্রয়াত সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরীর উদ্যোগে এই সেতৃুটি নির্মাণ হয়েছিলো। কিন্তু এখন এই সেতু দিনে ও রাতে স্থানীয় মানুষ সেতু পায়ে হেটে পারাপার করেন। রাতে এখানে অন্ধকার থাকে। মানুষ হাটার সময় এ ভাঙ্গনে পড়ে গিয়ে বিপদ হতে পারে।
এ ব্যাপারে সিলেট সড়ক ও জনপথ বিভাগের তত্বাবধায়ক প্রকৌশলী আহসান উদ্দিন আহমেদ বলেন, বিষয়টি নির্বাহী প্রকৌশলীর জানার কথা কথা। এখন আমি যখন জেনেছি যে ব্যবস্থা নেওয়া লাগে নিচ্ছি।
সিলেটভিউ২৪ডটকম / মাহি