মেট্রোপলিটন ইউনিভার্সিটি জিওগ্রাফি অ্যান্ড অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি সিলেটের ব্লু বার্ড হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের জন্য ‘ফিউচার ট্যালেন্ট প্রোগ্রাম (এফটিপি)’ শীর্ষক কর্মশালা সফলভাবে সম্পন্ন করেছে। আজ মঙ্গলবার (১১ জুন) দুপুর ১২টা থেকে ১টা ২০ মিনিট পর্যন্ত এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, এই প্রোগ্রামের মূল লক্ষ্য হচ্ছে প্রধান বৈশ্বিক প্রতিযোগিতার জন্য স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের প্রস্তুত করা। ছোটবেলা থেকেই গবেষণা এবং সমস্যা সমাধানের দক্ষতা লালন করে প্রযুক্তিগত, বৈজ্ঞানিক এবং সামাজিক অগ্রগতি বাড়াতে এই কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ব্লু বার্ড হাই স্কুল অ্যান্ড কলেজের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
কর্মশালায় মেট্রোপলিটন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ও ভারতের আইআইটি গুয়াহাটির ডেটা সায়েন্স বিভাগের প্রাক্তন ছাত্র সাকিব আহমেদ মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন। তিনি বর্তমানে বিশ্ববিখ্যাত বিদ্যাপীঠ যুক্তরাষ্ট্রের এমআইটি’তে ডেটা সায়েন্স অধ্যয়ন করছেন৷ এ ছাড়াও তিনি কিউবিটল্যাব এর সিইও হিসেবে কর্মরত রয়েছেন। সাকিব আহমেদ তার গৌরবময় যাত্রার বিভিন্ন দিক সম্পর্কে অভিজ্ঞতা শিক্ষার্থীদের সঙ্গে ভাগ করে নেন। এ ছাড়া শিক্ষার্থীদের প্রযুক্তি ও বিজ্ঞানের প্রতি আগ্রহী করতে অনুপ্রাণিত করেন।
আরেক মূল বক্তা হিসেবে ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র এবং এক্সআর ডেভেলপার প্রিতম পাল। তিনি বর্তমানে কিউবিটল্যাবে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত এবং মেট্রোপলিটন ইউনিভার্সিটি জিওগ্রাফি অ্যান্ড অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। প্রিতম পাল উদীয়মান প্রযুক্তির গুরুত্ব এবং ভবিষ্যতের ক্যারিয়ারে তাদের প্রভাব নিয়ে আলোচনা করেন। উল্লেখ্য,
সাকিব আহমেদ এবং প্রিতম পাল উভয়েই ব্লু বার্ড হাই স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন ছাত্র ছিলেন।
কর্মশালায় কি-নোট স্পিকার ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বিভাগের শিক্ষার্থী জি. এম. সিফাত ইকবাল। তিনি কিউবিটল্যাবের সিওও হিসেবে কর্মরত এবং মেট্রোপলিটন ইউনিভার্সিটি জিওগ্রাফি অ্যান্ড অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি তার বক্তৃতায় প্রযুক্তিগত অগ্রগতি চালনায় উদ্ভাবন এবং নেতৃত্বের তাৎপর্যের উপর জোর দেন।
কর্মশালা চলাকালে কিউবিটল্যাব এর নতুন প্রোডাক্ট ‘স্পেস এআর’ প্রদর্শন করা হয়। এই নতুন টেকনোলজি সম্পন্ন উদ্ভাবনী অ্যাপটি ব্যবহারকারীদের তাদের পরিবেশে বিভিন্ন গ্রহ কল্পনা করতে দেয়, মহাকাশ শিক্ষাকে আরও সহজবোধ্য এবং আকর্ষণীয় করে তোলে। শিক্ষার্থীরা ইন্টারেক্টিভ গেমের মাধ্যমে নতুন প্রযুক্তিগত অ্যাপ্লিকেশনের অন্তর্দৃষ্টি অর্জন করে এই অত্যাধুনিক প্রযুক্তিটি সরাসরি অভিজ্ঞতার সুযোগ পায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্লু বার্ড হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা সাহেদা আক্তার ও শিক্ষক অসীম কান্ত দাস। শিক্ষিকা সাহেদা আক্তার একটি অনুপ্রেরণামূলক বক্তৃতা দেন এবং ‘ফিউচার ট্যালেন্ট প্রোগ্রাম’ -এর মতো প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে ফোকাস করতে উৎসাহিত করেন। শিক্ষক অসীম কান্ত দাস ব্লু বার্ড হাই স্কুল এন্ড কলেজের প্রাক্তন ছাত্র সাকিব আহমেদ এবং প্রিতম পালের কৃতিত্বকে বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের রোল মডেল হিসেবে তুলে ধরেন।
অনুষ্ঠানের শেষদিকে সফল ও অনুপ্রেরণামূলক কর্মশালায় আয়োজনে সার্বিক সহযোগিতার জন্য ‘মেট্রোপলিটন ইউনিভার্সিটি জিওগ্রাফি অ্যান্ড অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি’র পক্ষ থেকে জি. এম. সিফাত ইকবাল এবং প্রিতম পাল ব্লু বার্ড হাই স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষকে একটি সম্মাননা স্মারক তুলে দেন।
সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে