গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাওঁ ইউনিয়নের ঐতিহ্যবাহী গ্রামের নাম আঙ্গারজুর। গ্রামটিতে চলাচলের জন্য রয়েছে বেশকটি পাকা রাস্তা। গোয়াইনঘাট - সালুটিকর সড়ক হইতে দশগাওঁ মসজিদের বাজার (নয়াবাজার) হয়ে এলজিইডির একটি পাকা রাস্তা আঙ্গারজুর গ্রামের ভিতর দিয়ে আম্বরখানা- ভোলাগঞ্জ মহাসড়কের সাথে সংযুক্ত হয়েছে।
অপর দিকে আঙ্গারজুর মাঝপাড়া জামে মসজিদ থেকে এলজিইডির একটি পাকা রাস্ত সালুটিকর বাজারে যুক্ত হয়েছে।
এছাড়াও আঙ্গারজুর পশ্চিম পাড়া জামে মসজিদ হইতে এলজিইডির আরেকটি পাকা রাস্তা পিয়াইনগুল কলিম উল্লাহ উচ্চবিদ্যালয়ের সাথে যুক্ত হয়েছে। জানা যায়, আঙ্গারজুর গ্রামটির আশপাশে এলজিইডির ৩/৪ পাকা রাস্তা থাকলেও মুল রাস্তা হচ্ছে সালুটিকর - গোয়াইনঘাট সড়ক হইতে গ্রামের ভেতর দিয়ে চলমান আম্বরখানা- ভোলাগঞ্জ মহাসড়কের সংযুক্তকারী রাস্তা। সরেজমিনে গিয়ে জানা যায় ২০২২ সাল স্মরণ কালের ভয়াবহ বন্যায় গ্রামের প্রধান রাস্তাটি ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়। সেই বন্যায় রাস্তার বিচ্ছিন্ন অংশে গভীর গর্ত তৈরি হয়।
সেই সময়ে গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল উদ্যোগ নিয়ে স্থানীয়দের সহযোগিতায় ডাস,ইটের চুরকি ও বালি দিয়ে গর্তগুলো ভরাট করেন। কিন্তু চলতি বন্যায় পাহাড়ি ঢলের প্রবল স্রোতে এইসব গর্তসহ নতুন নতুন গর্তের সৃষ্টি হয়েছে। ফলে এলজিইডির এ রাস্তাটি যান চলাচল ও পায়ে হেঁটে মানুষ চলাচলের অনউপযোগী হয়ে পড়েছে। যার কারণে আঙ্গারজুর গ্রামের স্কুল, কলেজ ও মাদারাসায় পড়ুয়া শিক্ষার্থীদের চরম ভোগান্তি পেতে হচ্ছে।
এ বিষয়ে নন্দিরগাওঁ ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মিছবাহ আহমদ বলেন, আঙ্গারজুর গ্রামে দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়,দুটি কিন্ডারগার্টেন ও একটি সরকারি আলিম মাদরাসা রয়েছে। পাশাপাশি সন্নিকটে পিয়াইনগুল কলিম উল্লাহ উচ্চবিদ্যালয় ও পিয়াইনগুল জামেয়া অবস্থিত। এসব প্রতিষ্টানে প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থী সহ শিক্ষকেরা চলাচল করেন। গ্রামের প্রধান রাস্তাটি খানাখন্দেভরা থাকায় শিক্ষার্থীদের চলাচলে অনেক কষ্ট হয়।
এ ব্যাপারে নন্দিরগাওঁ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সিরাজ উদ্দিন বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ এমপি আঙ্গারজুর গ্রামে উপজেলার মধ্যে সবচেয়ে বেশি এলজিইডির পাকারাস্তা দিয়েছেন। একটি গ্রামের মধ্যে ৩/৪টি পাকা রাস্তা উপজেলার অন্য কোনো গ্রামে নেই। কিন্তু বন্যার পানিতে গ্রামের প্রধান রাস্তার বিভিন্ন অংশে গর্তের কারণে চলাচলের ক্ষেত্রে আঙ্গারজুর গ্রামবাসী চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত রাস্তাটি সংস্কারের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানান তিনি।
গোয়াইনঘাট উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন চলতি বন্যায় গোয়াইনঘাট উপজেলার প্রায় ৯৫ কিলোমিটার সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিস্থ প্রতিটি সড়কের তালিকা প্রস্তুত করে উর্ধতন কতৃপক্ষের কাছে প্রেরাণ করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম / নাজাত