সিলেট-তামাবিল সড়কের কাটাগাং এলাকার একটি ফিশারি থেকে ফাহাদ আহমদ (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৪ জুন) বেলা ১২টার দিকে জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন অন্তর্ভুক্ত কাটা গাং এলাকার ফিশারিতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।
মারা যাওয়া ফাহাদ জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের কুড়গ্রামের জামার আহমদের ছেলে। তিনি ঐ ফিশারিতে কাজ করতেন।
পুলিশ সূত্রে জানা যায়, ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার রাতে বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পরে যান তিনি। পরে তার মৃত্যু হয়। শুক্রবার খবর পেছে পুলিশ মরদেহ উদ্ধার করে।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম (পিপিএম) সিলেটভিউকে বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সিলেটভিউ২৪ডটকম / নাজাত