অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়ে সিলেটের ওসমানীনগর উপজেলায় সৃষ্ট বন্যায় দূর্ভোগ সৃষ্টি হয়েছে। গত এক সপ্তাহ ধরে উপজেলার নিন্মাঞ্চলে অব্যাহত বন্যার পানি বৃদ্ধি পাচ্ছে। ইতোমধ্যে বাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রসহ বিভিন্ন বাড়িতে পরিবার নিয়ে আশ্রয় নিচ্ছেন দুর্গতরা।

 



এদিকে, বন্যার্থদের সহায়তায় উপজেলা প্রশাসেনর পক্ষ থেকে ৮টি ইউনিয়নে ২৪মেট্রিকটন চাল বরাদ্দ দেয়া হয়েছে। 

 


উপজেলার, উমরপুর ইউনিয়নে ২টন, সাদিপুর ইউনিয়নে ৫ টন, পশ্চিম পৈলনপুর ইউনিয়নে ৪ টন, বুরুঙ্গা বাজার ইউনিয়নে ৩ টন, গোয়ালাবাজার ইউনিয়নে ২ টন, দয়ামীর ইউনিয়নে ২টন ও উসমানপুর ইউনিয়নে ৫টন চাল বরাদ্দ দেয়া হয়। সংশ্লিষ্ট ইউনিয়নের জনপ্রতিনিধিরা বিষয়টি নিশ্চত করেছেন।

 


জানা গেছে, গত এক সপ্তাহ ধরে ঘন-ঘন বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলে পানি বৃদ্ধি পেয়ে পানি বন্দি হয়ে পড়েছেন উপজেলার প্রায় সহ¯্রাধিক পরিবার। মঙ্গলবার বিকাল ও বুধবার সকাল থেকে আশ্রয়কেন্দ্রে উঠছেন এসব বন্যাকবলিত মানুষ।

 


ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপমা দাশ বলেন, বন্যা মোকাবেলায় উপজেলা প্রশাসন তৎপর রয়েছে। উপজেলার ৮ ইউনিয়নে আপাতত ২৪ মেট্রিকটন চাল বরাদ্দ দেয়া হয়েছে। প্রয়োজনে বরাদ্দ আরো বাড়ানো হবে। 

 

 


সিলেটভিউ২৪ডটকম / রনিক / ডি.আর