বিএনপির কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন মিফতাহ সিদ্দিকী। তিনি সিলেট মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব।
কেন্দ্রীয় কমিটিতে সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মনোনীত হওয়ায় মিফতাহ সিদ্দিকীকে অভিনন্দন জানিয়েছেন সিলেট নগরীর ১৬নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি এডভোকেট লোকমান আহমদ চৌধুরী।
এক অভিনন্দন বার্তায় লোকমান চৌধুরী বলেন, সততা, নিষ্ঠা ও দলের প্রতি গভীর ভালোবাসা, দৃঢ় মনোবল এবং অসাধারণ নেতৃত্বের অধিকারী বিএনপি নেতা মিফতাহ সিদ্দিকী। তিনি দেশ ও জাতির কল্যাণে, গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন এবং ভোটাধিকার প্রতিষ্ঠার চলমান আন্দোলনকে আরো বেগবান করতে অতীতের ন্যায় কাজ করে যাবেন।
সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে