মেট্রোপলিটন ইউনিভার্সিটি (এমইউ) স্পোর্টস ক্লাব আয়োজিত ফুটসাল সিজন থ্রি মাঠে গড়াবে আগামী ১০ জুলাই। টুর্নামেন্টকে সামনে রেখে আজ রোববার অংশগ্রহণকারী দলগুলোর ক্যাপ্টেনদের নিয়ে মিটিং অনুষ্ঠিত হয়েছে।
ক্যাপ্টেন’স মিটিংয়ে উপস্থিত ছিলেন স্পোর্টস ক্লাবের উপদেষ্টা ও ব্যবসা প্রশাসন বিভাগের এসোসিয়েট প্রফেসর সাইদুর রহমান পলাশ, ব্যবসা প্রশাসনের এসোসিয়েট প্রফেসর মো. আলাওল হক, এমইউ স্পোর্টস ক্লাবের সভাপতি মো. মনসুরুজ্জামান শেখ ইমন, সহ-সভাপতি তাসনিম শাহরিয়ার, সাধারণ সম্পাদক মোসারফ আহমেদ মুসা, সাংগঠনিক সম্পাদক এম জেড ফজলে রাব্বী এবং স্পোর্টস ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
মিটিংয়ে টুর্নামেন্ট সম্পর্কে নানা আলোচনা করা হয়। সকল নিয়ম-নীতি মেনে যাতে দলগুলো অংশগ্রহণ করে, সে ব্যাপারে দিকনির্দেশনা দেন দায়িত্বশীলরা।
এবারের আসরে চারটি গ্রুপে সকল ডিপার্টমেন্ট মিলিয়ে মোট ১৬টি দল অংশগ্রহণ করছে। সিএসই ডিপার্টমেন্ট থেকে সর্বোচ্চ ৬টি, ল এন্ড জাস্টিস ডিপার্টমেন্ট থেকে ৩টি, বিজনেস এডমিনিস্ট্রেশন এবং ইংলিশ ডিপার্টমেন্ট থেকে ২টি করে এবং ইকোনমিক্স, সফটওয়্যার ও ইইই ডিপার্টমেন্ট থেকে একটি করে দল অংশগ্রহণ করছে।
গ্রুপ ‘এ’ তে রয়েছে ইইই কনকোয়ারার, সিএসই সাইবার্গ, আইকনিক ইকো এবং সিএসই থান্ডার হাউকস। গ্রুপ ‘বি’তে রয়েছে সিএসই নাটশিল্ডস, সিএসই টাইমলেস টাইটানস এবং সিএসই পাইরেটস। ‘সি’ গ্রুপে রয়েছে জাস্টিস ওয়ারিয়র্স এলএলবি, বিবিএ ড্রাগনস, ডিপার্টমেন্ট অব ইংলিশ এবং ইংলিশ ওয়ারিয়র্স। সর্বশেষ ‘ডি’ গ্রুপে রয়েছে বিবিএ ফ্যালকন, এসডব্লিউই ডায়নামাইটস, সিএসই নাটমেগস, জুরিস লিজেন্ড এলএলবি।
এমইউ ফুটসাল সিজন থ্রি’র পৃষ্ঠপোষকতায় আছে এলিট মটরস, সুলতান’স ডাইন, সিটি ওভারসিজ, সিটি এভিয়েশন একাডেমি ও টিকআছে.কম।
মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে সিলেটভিউ২৪ডটকম।
সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে