দেশের অন্যতম শীর্ষ বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান মেট্রোপলিটন ইউনিভার্সিটির স্পোর্টস ক্লাবের আয়োজনে এমইউ ফুটসাল সিজন থ্রি শুরু হয়েছে। বুধবার (১০ জুলাই) সিলেট শহরতলির বটেশ্বরস্থ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের সুবিশাল মাঠে আসরের উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী দিনে ম্যাচ হয়েছে পাঁচটি।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান তানভীর এমও রহমান চৌধুরী।
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রেজিস্ট্রার তারেক ইসলাম, প্রক্টর এবং স্কুল অব বিজনেস এন্ড ইকোনমিকসের ডিন প্রফেসর ড. মোহাম্মদ জামাল উদ্দিন, ছাত্রকল্যাণ উপদেষ্টা এবং আইন ও বিচার বিভাগের প্রধান ড. এম. জেড. আশরাফুল, ব্যবসা প্রশাসন বিভাগের প্রধান মোহাম্মদ ইমরান উদ্দিন, একই বিভাগের সহযোগী অধ্যাপক মো. সাইদুর রহমান পলাশ, সহযোগী অধ্যাপক মো. আলাউল হক, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক অনিক বিশ্বাস, এমইউ স্পোর্টস ক্লাবের সভাপতি মনসুরুজ্জামান শেখ ইমন, সাধারণ সম্পাদক মোশাররফ মোসা প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ক্লাবের প্রেস সেক্রেটারি আজহার আনজুম আহমেদ।
এদিকে, উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কলে সংযুক্ত হয়ে খেলোয়াড়সহ সংশ্লিষ্টদের শুভেচ্ছা ও শুভকামনা জানান মেট্রোপলিটন ইউনিভার্সিটির স্পোর্টস ডিরেক্টর এবং বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক খন্দকার রাজিন সালেহ।
আসরের উদ্বোধনী ম্যাচে সিএসই থান্ডার-হক্সকে ১-০ গোলে হারায় ইইই কনকোয়ারার। ম্যাচসেরার পুরস্কার ওঠে বিজয়ী দলের ফরহাদের হাতে। দ্বিতীয় ম্যাচে সিএসই নাটশিল্ডসকে ১-০ গোলে হারায় সিএসই টাইমলেস টাইটান্স। ম্যাচসেরার পুরস্কার ওঠে বিজয়ী দলের রাহীর হাতে।
দিনের তৃতীয় ম্যাচে জাস্টিস ওয়ারিয়র্স এলএলবিকে ১-০ গোলের ব্যবধানে হারায় ডিপার্টমেন্ট অব ইংলিশ। ম্যাচসেরার পুরস্কার পান বিজয়ী দলের জাহেদ। দিনের শেষ দুটি ম্যাচে মুখোমুখি হয় যথাক্রমে সিএসই সাইবর্গ ও আইকনিক ইকো এবং বিবিএ ফ্যালকন ও জুরিস লিজেন্ডস এলএলবি। উভয় ম্যাচই গোলশূন্য ড্র হয়। চতুর্থ ম্যাচে ম্যাচসেরার পুরস্কার পান মারজান এবং পঞ্চমটিতে ম্যাচসেরার পুরস্কার ওঠে মিফতার হাতে।
এবারের আসরে টাইটেল স্পন্সর হিসেবে এলিট মটরস এবং পাওয়ার্ড বাই স্পন্সর সুলতান’স ডাইন। আসরে ফুড স্পন্সর করেছে ঘর ফুড কার্ট। স্পন্সর হিসেবে রয়েছে সিটি ওভারসিজ, সিটি এভিয়েশন একাডেমি এবং tikache.com।
সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে