সিলেটে বৃহস্পতিবার (১১ জুলাই) আলোচনায় চোরাই চিনি। সকালে প্রায় দেড় কোটি টাকার চিনি ও নগরীর কালিঘাট পিকআপভর্তি ৩ লক্ষ টাকার চিনি জব্দের পর জানা গেলো এয়ারপোর্ট থানাধীন খাস দবির এলাকায় ২ লক্ষ ৬৩ হাজার টাকার ৪৬ চিনি জব্দ করেছে পুলিশ।

 


এসময় ৩ চোরাকারবারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- জালাল উদ্দিন (৫৩), মো: রিপন মিয়া(২৫) ও  রাসেল আহমদ(২৪)।

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে এয়ারপোর্ট থানার খাসদবির এলাকা থেকে পিকআপভর্তি এসব চিনি জব্দ করে থানাপুলিশ। গ্রেফতারকৃতদের আদালতে সোর্পদ করার প্রক্রিয়া চলছে।

 

সিলেটভিউ২৪ডটকম / মাহি