নিউইয়র্ক ফেরী পয়েন্ট পার্কে বার্ষিক বনেভাজন উদযাপন করেন যুক্তরাষ্ট্রস্থ সিলেট দক্ষিণ সুরমাবাসী।
 

৭ জুলাই আয়োজিত এই বনভোজন ও মিলন মেলায় সমেবত হয়েছিলো বিপুল সংখ্যক প্রবাসী সিলেট দক্ষিণ সুরমাবাসীসহ কমিউনিটির অনেক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ ও ব্যক্তিবর্গ।


বনভোজনে আলোচনাপর্বে সভাপতিত্ব করেন প্রফেসর আব্দুল কাইয়ুম। পরিচালনায় করেন সাজন খান, সাহেদ আহমেদ।

সহযোগীতায় মাজলুল কামরান, শাহ সেলিম আহমেদ।

একে নিউইয়র্ক, নিউ জার্সি, কানেকটিকাট স্টেট্ থেকে বিপুল পরিমান অতিথি উপস্থিত ছিলেন।
 

এবারের বনভোজনে দিনব্যাপী অনুষ্টানসূচিতে ছিল খেলা-ধুলা ও রাফেল ড্র।  খেলাধুলায় শিশু- কিশোর, যুবক-যুবতীদের বিভিন্ন ইভেন্ট ছাড়াও ছিল মহিলা পুরুষদের বিভিন্ন ইভেন্ট। দিন শেষে খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দুপুরে ছিল নানা স্বাদের খাবারের  আয়োজন।
 

উপস্থিত সিলেট দক্ষিণ সুরমাবাসী দিনভর গল্প-গুজব, আড্ডা আর কুশল বিনিময় কাটিয়েছেন।

মিলন মেলার সার্বিক সহযোগিতা করেন: কফিল আহমেদ, রিয়াজ উদ্দিন কামরান, শাহ কামাল, কাজী আহসান আহমেদ, হুমায়ুন আহমেদ চৌধুরি, অলিউর রহমান তুরান, নজরুল ইসলাম, এ এস এম লতিফ, আব্দুল কাইয়ূম,  শ্যমল কান্তি, শাহ আলম, আবদুল আহাদ হেলাল, মুজিবুর রহমান, আব্দুর রব চৌধুরী, মিজানুর রহমান বনাম, নোমান আহমেদ, শাহনুর আহমেদ, ফটিক মিয়া, মাহবুব চৌধুরি, সাবের আহমেদ, আনসার উদ্দিন, সোহেব আহমেদ, নোমান আহমেদ, মারুফ রশীদ, আজাদুল ইসলাম আলমগীর খালেদ আহমেদ, জিয়াউল ইসলাম ঝিনুক, সফিকুল ইসলাম, আতিকুল ইসলাম, আলমগীর হোসাইন, রুহেল আহমেদ, টিটু চৌধুরি, আবু বক্কর, এনামুর রহমান মনজু, বুলবুল আহমেদ, সামিম আহমেদ, সাবেত আহমেদ, শাহ ইয়ামিন, ইমরান উদ্দিন, রাসেল আহমেদ সালেহ আহমেদ, কোখন প্রমুখ।
 

এবারের বনভোজনে কয়েক শত লোক অংশগ্রহন করেন। সবশেষে রাফেল ড্র এর মাধ্যমে মিলন মেলা শেষ হয়।

উল্লেখ্য, আয়োজকরা জানিয়েছেন রাফেল ড্র থেকে প্রাপ্ত অর্থ তারা সিলেটের বন্যা কবলিত এলাকায় বিতরণ করা হবে।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-৫৯৩৪