সিলেটের গোয়াইনঘাট উপজেলার গোয়াইনঘাট- সারিঘাট সড়কে ডিআই পিকাপের চাপায় ৬ বছরে শিশু মাদরাসার এক ছাত্র নিহত হয়েছে। নিহত জুবায়ের আহমদ (৬) উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের আব্দুল মহল গ্রামের রহিম উদ্দিনের ছেলে।

 



নিহতের চাচা আব্দুর রহমান জানান, জুবায়ের আহমদ আব্দুল মহল মাদরাসা ছুটির পর শনিবার (১৩ জুলাই) দুপুর ১২টায় গোয়াইনঘাট-সারিঘাট সড়কে দিয়ে বাড়ি ফিরছিলো। এসময় গোয়াইনঘাটগামী একটি বেপরোয়া ডিআই পিকাপ সরাসরি জুবায়েরকে চাপা দেয়। স্থানীয় জনতা এসময় পিকাপটি আটক করেন। তবে এর চালক পালিয়ে যান।

 


অপরদিকে, স্থানীয়রা জুবায়েরকে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

 


গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) মেহেদী হাসান দুর্ঘটনায় জুবায়েরের মৃত্যুর খবরটি নিশ্চিত করে বলেন- ঘটনার পর এলাকাবাসী সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে অবরোধ তুলে দেয়। শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

 

 


সিলেটভিউ২৪ডটকম / মতিন / ডি.আর