মেট্রোপলিটন ইউনিভার্সিটি (এমইউ) ফুটসাল সিজন থ্রি’র কোয়ার্টার ফাইনালের চারটি ম্যাচ সম্পন্ন হয়েছে। আজ সোমবার (১৫ জুলাই) সিলেট শহরতলির বটেশ্বরস্থ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের মাঠে কোয়ার্টার ফাইনাল সম্পন্ন হয়।

কোয়ার্টারের বাধা ডিঙিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ডিপার্টমেন্ট অব ইংলিশ, সিএসই নাটশিল্ডস, আইকনিক ইকো এবং বিবিএ ফ্যালকন টিম।


দিনের প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় ডিপার্টমেন্ট অব ইংলিশ ও ইইই কনকোয়ারার্স। নির্ধারিত সময়ে ম্যাচটি গোলশূন্য থাকায় নিয়ম অনুসারে টাইব্রেকারে আসে ফলাফল। সেখানে ১-০ ব্যবধানে জয় পায় ডিপার্টমেন্ট অব ইংলিশ। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পান জুয়েল।

পরের ম্যাচে জুরিস লিজেন্ডসের বিপক্ষে মাঠে নামে সিএসই নাটশিল্ডস। এ ম্যাচও নির্ধারিত সময়ে কোনো গোল দেখেনি। টাইব্রেকারে কোনো শটেই গোল করতে পারেনি জুরিস লিজেন্সড। বিপরীতে সিএসই নাটশিল্ডস দুটি শটে গোল করে জয়োল্লাসে মাতে। জয়ের হাতে ওঠে ম্যাচসেরার পুরস্কার।

তৃতীয় কোয়ার্টারে ইংলিশ ওয়ারিয়র্স ও আইকনিক ইকো লড়াইয়ে নামে। নির্ধারিত সময়ে গোলশূন্য থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে আইকনিক ইকো ২-০’তে নিশ্চিত করে জয়। সানি পান ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার।

শেষ কোয়ার্টার ফাইনালে ফলাফলের জন্য টাইব্রেকারে যেতে হয়নি। অপ্রতিরোধ্য লড়াইয়ে বিবিএ ফ্যালকন টিম ২-০ ব্যবধানে পাইরেটস অব সিএসই টিমকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে। ম্যাচসেরা হন আবিদ।

প্রসঙ্গত, মেট্রোপলিটন ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের উদ্যোগে এই ফুটসাল টুর্নামেন্ট চলছে। এবারের আসরে টাইটেল স্পন্সর হিসেবে এলিট মটরস এবং পাওয়ার্ড বাই স্পন্সর সুলতান’স ডাইন। আসরে ফুড স্পন্সর করেছে ঘর ফুড কার্ট। স্পন্সর হিসেবে রয়েছে সিটি ওভারসিজ, সিটি এভিয়েশন একাডেমি এবং tikache.com।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে