নকিং কোলাবরেটর্স ইয়ুথ ফাউন্ডেশন (কেসিওয়াইএফ) মেট্রোপলিটন ইউনিভার্সিটি ইউনিটের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে স্বেচ্ছায় রক্তদান ও ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন হয়েছে।

সোমবার (১৫ জুলাই) দিনব্যাপী এই কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির সহযোগিতায় ছিল ‘সন্ধানী’র এমএজি ওসমানী মেডিকেল কলেজ ইউনিট।


মেট্রোপলিটন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান তানভীর রহমান চৌধুরী ও ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক এই কর্মসূচি পরিদর্শন করেন। তাঁরা এমন উদ্যোগের জন্য কেসিওয়াইএফ’র ভূয়সী প্রশংসা করেন। এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।

এদিকে, এই কর্মসূচি বিশ্ববিদ্যালয়ে ব্যাপক সাড়া জাগায়। বিপুল সংখ্যক শিক্ষার্থী স্বেচ্ছায় রক্তদান করেন। একইসাথে অনেকেই নিজের রক্তের গ্রুপও পরীক্ষার মাধ্যমে জেনে নেন।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে