মেট্রোপলিটন ইউনিভার্সিটির ফুটসাল টুর্নামেন্টের সিজন থ্রি’র ফাইনালে ওঠেছে বিবিএ ফ্যালকন ও ডিপার্টমেন্ট অব ইংলিশ টিম।

সেমিফাইনালে বিবিএ ফ্যালকনের প্রতিপক্ষ ছিল সিএসই নাটশিল্ড। তবে সিএসই নাটশিল্ড নির্ধারিত সময়ে মাঠে উপস্থিত না থাকায় বিবিএল ফ্যালকনকে জয়ী ঘোষণা করা হয়।


অপর সেমিতে আইকনিক ইকো টিমের বিপক্ষে মাঠে নামে ডিপার্টমেন্ট অব ইংলিশ। নির্ধারিত সময়ে কোনো গোল হয়নি। টাইব্রেকারে কোনো শটেই গোল করতে পারেনি আইকনিক ইকো। অন্যদিকে ডিপার্টমেন্ট অব ইংলিশ টিম তাদের গোলকিপার জুয়েলের শট থেকে গোল পেয়ে জয়োল্লাসে মাতে। জুয়েলই হন ম্যাচসেরা।

প্রসঙ্গত, মেট্রোপলিটন ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের উদ্যোগে এই ফুটসাল টুর্নামেন্ট চলছে। এবারের আসরে টাইটেল স্পন্সর হিসেবে এলিট মটরস এবং পাওয়ার্ড বাই স্পন্সর সুলতান’স ডাইন। আসরে ফুড স্পন্সর করেছে ঘর ফুড কার্ট। স্পন্সর হিসেবে রয়েছে সিটি ওভারসিজ, সিটি এভিয়েশন একাডেমি এবং tikache.com।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে