বৃহস্পতিবার (১৮ জুলাই) লন্ডনের আলতাব আলী পার্কে বিকাল সাড়ে ৬টায় দেশের কোটা বিরোধী আন্দোলনের সমর্থনে এবং সরকার ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে সভা ডেকেছে 'আমি বাংলাদেশ' নামক একটি সংগঠন।
অন্যদিকে বাঙালির মহান স্বাধীনতাকে কটাক্ষ, একাত্তরের ঘৃণিত গণহত্যাকারী রাজাকারদের প্রতি সাফাই এবং আন্দোলনের নামে অস্থিতিশীলতা তৈরির প্রতিবাদে যুক্তরাজ্য ছাত্রলীগের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ একই স্থানে ও প্রায় একই সময়ে অনুষ্টিত হবে।
পরস্পর বিরোধী দুটি সংগঠনের সভা একই সময়ে একই স্থানে নির্ধারিত হওয়ায় সেখানে সংঘর্ষ বা উত্তেজনার আশংকা রয়েছে। যদিও স্থানীয় প্রশাসন ও কমিউনিটি পুলিশ এব্যাপারে সতর্ক রয়েছে বলে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল সুত্রে জানা গেছে।
যুক্তরাজ্য ছাত্রলীগের সভাপতি তামিম আহমদ জানান, দেশে কোটাবিরোধী আন্দোলনের নামে সাধারণ ছাত্র-ছাত্রীদের ছদ্মবেশে জামাত বিএনপি, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধীদের নৈরাজ্যের প্রতিবাদে যুক্তরাজ্য ছাত্রলীগের সভা যথাসময়ে যথাস্থানে অনুষ্টিত হবে। প্রতিবাদ ও বিক্ষোভ সভাটি বিকাল সাড়ে ৫টায় শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলবে।
তিনি আরো জানান, 'জাতির জনক বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত লন্ডনের মাটিতে জামাত-বিএনপির মুখোশে কোন ভূইফোড় সংগঠন উপস্থিত হলে তাদের সমুচিত জবাব দেওয়া হবে।'
যুক্তরাজ্য ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজীব ভূইয়া যুক্তরাজ্য ছাত্রলীগ, লন্ডন মহানগর ছাত্রলীগ এবং আওতাধীন সকল ইউনিটের নেতাকর্মী ও বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদেরকে যথাসময় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
এদিকে 'আমি বাংলাদেশ' সংগঠনটির ব্যানারে কারো নাম বা মোবাইল নাম্বার না থাকায় যোগাযোগ সম্ভব হয়নি।
সিলেটভিউ২৪ডটকম/মুন্না/এসডি-৬০৮১