নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. ইউনুসের নামে প্যারিসে একটি রাস্তা বা চত্বরের নামকরণ করা হয়েছে। এর নাম রাখা হয়েছে ‘প্লাস দু প্রফেসর মুহাম্মদ ইউনুস’। এটি হচ্ছে প্যারিসে প্রথম কোন বাংলাদেশীর নামে স্থাপিত হওয়া প্রথম স্থাপনা।
সোমবার (২২ জুলাই) এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সেখানে ডক্টর ইউনুস উপস্থিত ছিলেন এবং নাম ফলকের উন্মোচন করেন। প্যারিসের পক দুলা লা চাপেল এলাকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যারিসের মেয়র আন হিদালগো, ফ্রান্সের বিশিষ্ট অর্থনীতিবিদ আলিসা আপসুদ, এছাড়াও ছিলেন বিভিন্ন সরকারি কর্মকর্তা ও প্রবাসী বাংলাদেশী নেতৃবৃন্দ।
ড. মুহাম্মদ ইউনুস ক্ষুদ্র ঋণের জনক হিসেবে তার সেবামূলক কাজের জন্য ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হিসাবে বিশ্বব্যাপী জনপ্রিয়।
প্যারিসের মতো একটি শহরে তার নামে রাস্তার নামকরণ তার আন্তর্জাতিক স্বীকৃতির আরেকটি উদাহরণ।
অনুষ্ঠানে ডক্টর ইউনুস বলেন, এটি শুধু আমার জন্য নয় বরং বিশ্বের সব মানুষের জন্য একটি গর্বের মুহূর্ত, যারা দারিদ্র্যের বিরুদ্ধে, অর্থনৈতিক মুক্তির জন্য সংগ্রাম করছেন।
এই নামকরণের মাধ্যমে তার মহান কাজের কথা বিশ্বকে স্মরণ করিয়ে দেবে। এর মাধ্যমে তার দৃষ্টিভঙ্গি ও আদর্শ ভবিষ্যৎ প্রজন্মকে দারিদ্র বিমোচনে অনুপ্রাণিত করবে।
সিলেটভিউ২৪ডটকম/আদিল/এসডি-৬১২১