নারী এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। শক্তিশালি প্রতিপক্ষের বিপক্ষে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতান জ্যোতি। আগে ব্যাট করতে নেমে ভারতীয় নারীদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৮০ রানের সংগ্রহ পায় টাইগ্রেসরা।
আগে ব্যাট করতে নেমে দলের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন দিলারা আক্তার ও মুর্শিদা খাতুন। রেনুকা সিংকে ছক্কা হাঁকিয়ে ভালো শুরুর ইঙ্গিত দিলেও পরের বলেই আউট হন দিলারা। এরপর তৃতীয় উইকেটে ব্যাট হাতে আসেন ইশমা তানজিম। বাইশ গজে এসে ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিলেন ইশমা।
তবে দুই বাউন্ডারিতেই শেষ তার ঝলক। তৃতীয় ওভারে তিনিও ফেরেন রেণুকার শিকার হয়ে। প্যাভিলিওয়নে যাবার আগে ৮ রান করেন তিনি। এরপর ব্যাক্তিগত ৪ রানে দ্রুত ফেরেন মুর্শিদাও। ফলে পাওয়ার প্লেতে ২৫ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগ্রেসরা।
চাপ সামলাতে একপ্রান্তে ধরে খেলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তবে অন্যপ্রান্তে চলে যাওয়া আসার পিছিল। শেষ দিকে নিগার ও জ্যোতির ব্যাটে নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৮ উইকেট হারিয়ে ৮০ রানের সংগ্রহ পায় বাংলাদেশের মেয়েরা। টাইগ্রেসদের হয়ে সর্বোচ্চ ৩২ রানের ইনিংস খেলেন জ্যোতি।
এছাড়া ১৯ বলে ১৮ রানের ইনিংস খেলে শেষ পর্যন্ত টিকে ছিলেন স্বর্ণা। আর ভারতের হয়ে বল হাতে সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন রেনুকা সিং এবং রাধা যাদব।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-৬১৪৬