সিলেটের বন্যায় ক্ষতিগ্রস্ত অসুস্থ মানুষের জন্য দোয়া ও প্রাকৃতিক দূর্যোগ থেকে মুক্তি পেতে জালালাবাদ এসোসিয়েশন বাহরাইনের আয়োজনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দেশটির রাজধানী মানামা কুক মেইল রেস্টুরেন্টে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
সংগঠনের সভাপতি মোহাম্মদ কায়েস আহমেদের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটি বাহরাইনের সহ সভাপতি মাজহারুল হক নয়ন।বিশেষ অতিথি ছিলেন-রজব আলী, আব্দুল আসিদ বাছিদ, শ্রী অনকুল, নজরুল ইসলাম নাহিদ, মোস্তফা আহমেদ, সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী, সারোয়ার হোসেন, শফিকুল ইসলাম শফিক, আব্দুল হাই রিপন, শামীম আহমেদ ওলি, মির্জা ফারুক, অলিউর রহমান, লিমন আহমেদ, এম রেজান আহমেদ, জগলু আহমেদ, টিপু সুলতান সহ অনেকে।
এ ছাড়াও উপস্থিত ছিলেন, রুহুল আমিন ইজ্জাদ, আব্দুল করিম, আবুল কালাম আজাদ, শওকত মিয়া, রুজেল, সুলতান, শাহিন আল মামুন, শাফি, খয়রুল ইসলাম, , আব্দুল আহাদ, আব্দুল মতিন, লয়লু মিয়া, মিজানুর রহমান সহ অনেকে।
আলোচনা শেষে সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত বানবাসী মানুষের প্রাকৃতিক দূর্যোগ থেকে মুক্তি ও বাহারাইন প্রবাসী সহ দেশ-বিদেশের সকলের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/আশফাক/এসডি-৬১৫৫