সিলেটে ট্রাকচাপায় রিকশারোহী এক যুবক নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে সিলেট-বিমানবন্দর সড়কের খাসদবির এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুল গফুর আহমেদ (২২) ব্যাটারিচালিত রিকশার যাত্রী ছিলেন।
তিনি সুনামগঞ্জ সদরের সাহেবনগর এলাকার শাহ আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, খাসদবীর এলাকায় পাথরবোঝাই একটি ট্রাক (মাগুরা ট-১১-০২১৯) ব্যাটারিচালিতএকটি রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশা চালক আহত ও যাত্রী আবদুল গফুর আহমেদ মারা যান। খবর পেয়ে আম্বরখানা ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
আম্বরখানা ফাঁড়ির ইনচার্জ (এসআই) সুজিত চক্রবর্তী জানান, পাথরবোঝাই ট্রাকটি বিপরীতগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে রিকশার আরোহী মারা যান। দুর্ঘটনার পর ট্রাক চালক ও হেলপার পালিয়ে যায়। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম / ডি.আর