নারী এশিয়া কাপ ফাইনাল থেকে ইতোমধ্যেই বিদায় নিয়েছে বাংলাদেশ। সেমিফাইনালে ভারতের কাছে হারায় ফাইনালে খেলার স্বপ্ন পূরণ হয়নি নিগার সুলতানা জ্যোতিদের। শিরোপার লড়াইয়ে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা। দুই দলের ম্যাচটি পরিচালনার দায়িত্বে থাকছেন সাথিরা জাকির জেসি।
 

এশিয়া কাপে এবারই প্রথমবারের মত দায়িত্ব পালন করেছেন জেসি। এবারের আসরে তিন ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের সাবেক এই ক্রিকেটার। এছাড়াও দুই ম্যাচে তিনি ছিলেন টিভি আম্পায়ারের ভূমিকায়।


আজ রবিবার ফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচটিতেও জেসি থাকবেন অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে।
 

ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে দুপুর সাড়ে তিনটায়। নারীদের এশিয়া কাপের ইতিহাসে ৭ বার চ্যাম্পিয়িন হয়েছে ভারত। এবারও হারমানপ্রীত কৌরের দলই চ্যাম্পিয়ন হওয়ার পথে ফেবারিট হিসেবে ধরা হচ্ছে। তবে ঘরের মাঠে লঙ্কানরাও কঠিন প্রতিপক্ষ।


 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-৬১৬৯