সিলেট জেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য ও দৈনিক যুগভেরীর স্টাফ ফটো সাংবাদিক রনজিৎ কুমার সিংহের শাশুড়ী মাধুরী সিনহা (৮৯) আর নেই।শুক্রবার রাত ৩ টায় কমলগঞ্জ উপজেলার বাঁলিগাওস্থ নিজ বাড়ীতে তিনি ইহলোক ত্যাগ করেন।
মৃত্যুকালে মাধুরী সিনহা দুই পুত্র, তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য, তার অপর দুই মেয়ের স্বামী হচ্ছেন সমাজসেবী রোটারীরিয়ান নির্মল কুমার সিনহা, চিকিৎসক ডা. উচিত কুমার সিংহ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৬১৭৩