ফাইল ছবি

কোটা সংস্কারের দাবিতে সিলেটে আন্দোলনকে কেন্দ্র করে হামলা, সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় এখন পর্যন্ত মেট্রোপলিটন এলাকার ৪টি থানায় মোট ১১টি মামলা দায়ের করা হয়েছে। এগুলোর ১টি বাদে সবটিতেই পুলিশ বাদী। 

 


এসব মামলার এজাহারে আড়াই শ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আসামি করা হয়েছে প্রায় ১৭ হাজার জনকে। রবিবার (২৮ জুলাই) পর্যন্ত ১৪২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন সিলেট বিএনপি-যুবদল-ছাত্রদল ও জামায়াত-শিবির নেতাকর্মী এবং শিক্ষার্থী। 

 

সর্বশেষ শনিবার রাত ও রবিবার দিনে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
 


সিলেটভিউ২৪ডটকম / ডি.আর