সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঘটে যাওয়া হামলা, সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় সিলেট বিভাগের চার জেলার বিভিন্ন থানায় মোট ৩০টি নাশকতার মামলা দায়ের হয়েছে।
 

 


এর মধ্যে সিলেটে ১৩টি, মৌলভীবাজারে ৬টি, সুনামগঞ্জে ৫টি ও হবিগঞ্জে ৬টি মামলা হয়েছে। এসব মামলায় বিভাগজুড়ে ১৯৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
 

 

পুলিশ সূত্র জানায়, সিলেটে মেট্রোপলিটন এলাকায় ১১টি মামলা হয়েছে। এর মধ্যে কোতয়ালী থানায় ৬টি, জালালাবাদ থানায় ৪টি, দক্ষিণ সুরমা থানায় ১টি মামলা দায়ের হয়। এই ১১ মামলায় ২৪৪ জন এজহারনামীয় ও প্রায় ১৭ হাজার জনকে অজ্ঞাতনামা আসামি রয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত গ্রেফতার ১৪২ জন। চলমান অস্থিরতায় সিলেটে মৃত্যু হয়েছে ২ জনের।

 

সিলেট জেলা পুলিশ সূত্রে জানা জানা যায়, কানাইঘাট ও জৈন্তাপুর থানায় ২৬৮ জনকে আসামি করে দুটি মামলা দায়ের করা হয়েছে। এতে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

সিলেটের মৌলভীবাজারে মামলা হয়েছে ৬টি। এসব মামলায় রবিবার (২৮ জুলাই) গ্রেফতার ১৪ জন।
 

সুনামগঞ্জে মামলা হয়েছে ৫টি। ৫ মামলায় আসামি করা হয়েছে ৫৬ জনকে। এখন পর্যন্ত গ্রেফতার ১ জন।
 

হবিগঞ্জে মামলা হয়েছে ৬টি। এখন পর্যন্ত এসব মামলায় গ্রেফতার ২৭ জন।

 

সিলেটভিউ২৪ডটকম/ নাজাত /এসডি-৬১৮৪