কারফিউ জারির পর পনেরো ঘন্টার শিথিলতায় সিলেট মহানগরসহ জেলার বাসিন্দাদের মাঝে প্রাণ ফিরেছে। সিলেটে সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত শিথিল রয়েছে কারফিউ। কারফিউ শিথিল থাকায় সকাল থেকে সিলেট মহানগরের দোকানপাট খোলা শুরু হয়। নগরীর প্রত্যেকটি সড়কে লোক সমাগম ও যানবাহন চলাচল বাড়ে। অটোরিকশা, ইজিবাইকসহ দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের বেশ কিছু বাস-মিনিবাস চলে।

 



গত সপ্তাহের শনি থেকে বুধবার- সিলেটে জনমনে বিরাজ করছিলো আতঙ্ক, উদ্বেগ-উৎকণ্ঠা। তবে গত সপ্তাহের বৃস্পতিবার থেকে সিলেটে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। কারফিউ চলমান থাকলেও দিনে বেশ কয়েক ঘণ্টা শিথিল করায় জনমনে স্বস্তি ফিরে আসতে শুরু করে। ভয় কাটছে সিলেটবাসীর মন থেকে।

 


সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল গিয়ে দেখা গেছে, অভ্যন্তরীণ ও ঢাকাসহ বিভিন্ন রুটের বাস চলাচল করছে।

 


যাত্রিরা জানান, চলমান অস্থিরতার কারণে এতদিন চলাচল করতে ভয় হলেও, এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক মনে হচ্ছে। নিজ নিজ গন্তব্যে যেতে পেরে অনেকটাই খুশি যাত্রীরা।

 


পরিবহন সংশ্লিষ্টরা জানান, এতো দিন কোনো বাস ছাড়িনি। কারফিউ জারির পর থেকে প্রতিদিন বাসচালক ও শ্রমিকদের ব্যয় কয়েক হাজার টাকা। এতদিন যে ক্ষতি হয়েছে তা পোষানো সম্ভব না।

 

 

তবে রাত ৯টার পর থেকে কারফিউ চলমান থাকায় মহানগরের বিভিন্ন এলাকায় সেনাবাহিনীকে টহল ও তল্লাশি করতে দেখা গেছে।

 

 

 

সিলেটভিউ২৪ডটকম / নাজাত