সিলেটে আলোচিত ১৪ ট্রাক চিনি জব্দের ঘটনায় এবার গ্রেফতার হয়েছেন চোরাচালান পাচারের অন্যতম সহযোগিতাকারী দেলোয়ার মোল্লা। তিনি পুলিশের সোর্স হিসেবে নিজেকে দাবি করতেন।
বিষয়টি নিশ্চিত করে জালালাবাদ থানার ওসি মিজানুর রহমান বলেন, গত রোববার ভোরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাদারপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এরআগে ৬ জুন সিলেট মহানগরের জালালাবাদ থানা এলাকায় উমাইরগাঁওয়ে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) দুই কোটি টাকার ১৪ ট্রাক ভারতীয় চিনির চালান জব্দ করে। এ ঘটনায় পরদিন পুলিশের এসআই মো. সালাহ উদ্দিন বাদী হয়ে জালালাবাদ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন।
৪ জুলাই সিলেটের অতিরিক্ত মহানগর হাকিম (তৃতীয় আদালত) উম্মে হাবিবার আদালতে জব্দকৃত চিনি এক কোটি ৪২ লাখ টাকায় সরকারি নিলাম ডাকে বিক্রি করা হয়। সিলেট নগরীর কালীঘাটের রুহেল ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. গিয়াস মিয়া সর্বোচ্চ দরদাতা হিসেবে ওই চিনি কিনেন।
সিলেটে সাম্প্রতিক সময়ে ভারত থেকে সীমান্তপথে অবৈধভাবে আনা চিনি চোরাচালানের মধ্যে এটি ছিল সবচেয়ে বড় চোরাচালান। এ ঘটনায় দায়ের করা মামলায় দুই ট্রাকচালককে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার দুজনই আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে চোরাই চিনির দুজন বাহকের নাম বলে।
সিলেটভিউ২৪ডটকম / মাহি