সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঘটে যাওয়া হামলা, সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় সিলেটে গ্রেফতারে সংখ্যা আরো বেড়েছে। গত ২৪ ঘন্টায় আরো একজনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে মোট গ্রেফতারের সংখ্যা দাড়িয়েছে ১৪৩ জনে।
পুলিশ সূত্র জানায়, সিলেটে মেট্রোপলিটন এলাকায় ১১টি মামলা হয়েছে। এর মধ্যে কোতয়ালী থানায় ৬টি, জালালাবাদ থানায় ৪টি, দক্ষিণ সুরমা থানায় ১টি মামলা দায়ের হয়। এই ১১ মামলায় ২৪৪ জন এজহারনামীয় ও প্রায় ১৭ হাজার জনকে অজ্ঞাতনামা আসামি রয়েছে। সোমবার পর্যন্ত এসব মামলায় গ্রেফতার ছিলো ১৪২ জন। সোমবার রাতে জালালাবাদ থানা পুলিশ আরো একজনকে গ্রেফতার করে। এ নিয়ে সিলেটে গ্রেফতারের সংখ্যা দাড়িয়েছে ১৪৩ জনে।
চলমান অস্থিরতায় সিলেটে মৃত্যু হয়েছে ২ জনের।
সিলেটভিউ২৪ডটকম/ নাজাত